গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে নিহত মানিক শেখের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার নিজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মানিক শেখ (২৫)। এ সময় তাঁর বড় ভাই লেবু শেখও (৩২) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

আহত লেবু শেখকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজড়া গ্রামের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ শেখ জানান, নিজড়া গ্রামের বকুল শেখ ও তাঁর চাচাতো ভাই হিরু শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ সকালে বিবদমান জমির ধান কাটা নিয়ে এক সালিস-বৈঠক হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে বকুল শেখ, তাঁর ছেলে মামুন শেখসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হিরু শেখের ছেলে মানিক শেখ ও লেবু শেখকে এলোপাতাড়ি কোপায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, আহত দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিক শেখকে মৃত ঘোষণা করেন।