মিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
মঞ্চে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

কুষ্টিয়ার মিরপুরে নানা আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মিরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে দেশের ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার নজরুল ইসলাম গেরিলা। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবদুল্লাহ আল মতিন লোটাসের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন, পৌরসভার মেয়র এনামুল হক, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক গোলাম এরশাদ চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে যেকোনো মূল্যে স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখা হবে। এ সময় বিভিন্ন এলাকা থেকে শত শত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সুধীজনরা উপস্থিত ছিলেন।