বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—মোজাম্মেল (৩০), আমজাদ (৩৫), মোহিত (২৭), নাজমা (১১), শাহিনুর (৪০), মহিন (১৯) ও প্রণব সাহা (৩০)। আহত ব্যক্তিদের সবার বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের একটি নৈশকোচ ঘোনাপাড়ায় পৌঁছালে রেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়।

ওসি আরো জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে।