মাটিরাঙায় একই রশিতে মা-ছেলের ঝুলন্ত লাশ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার রমিজ কেরানিপাড়ার ঘরে নিথর পড়ে আছে মা ও শিশু ছেলের দেহ। ছবি : এনটিভি

খাগড়াছড়ির মাটিরাঙায় এক মা ও তাঁর এক বছর বয়সী ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রমিজ কেরানিপাড়ার ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝোলানো অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন রমিজ কেরানিপাড়ার মো. ইয়াছিনের স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও তাঁদের ছেলে মো. জাহেদুল ইসলাম (১)।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হেসেন টিটো জানান, ছয় বছর আগে ইয়াছিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় উপজেলার বেলছড়ি ইউনিয়নের হোসনেয়ারা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। এ সময় একাধিক বার হোসনে আরা বেগমের ওপর শারীরিক নির্যাতন এবং এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশও হয়েছে। এ কারণে হোসনে আরা বেগম শিশু সন্তান নিয়ে এক সঙ্গে আত্মহত্যা করতে পারেন বা তাদের হত্যা করে রশির সঙ্গে ঝোলানো হতে পারে।

ওসি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে নিহত হোসনে আরা বেগমের মা ছানোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

এদিকে ঘটনার পর থেকেই নিহত হোসনে আরা বেগমের স্বামী ইয়াছিন, তাঁর বাবা ও ভাই পলাতক রয়েছেন।