সাত দিনেও খোঁজ মেলেনি ওলামা দলের নেতার

Looks like you've blocked notifications!
জাতীয়তাবাদী ওলামা দলের নেতা শেখ এনামুল হক। ছবি : এনটিভি

খোঁজ মেলেনি সিরাজগঞ্জে মিশাম অ্যাগ্রো ফিড লিমিটেডের অফিস সহকারী ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতা শেখ এনামুল হকের (৩৫)।

আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাত দিনেও পুলিশ নিখোঁজের সন্ধান দিতে পারেনি। গত ১৩ এপ্রিল অফিসে যাওয়ার পথে নিখোঁজ হন এনামুল।  

এনামুল সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারপাঁচিল গোয়ালপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে।

এনামুলের বাবা মো. আছির উদ্দিন জানান, ১৩ এপ্রিল বুধবার দুপুরে শহরের জুবলী বাগানে তাঁর ভাড়া বাড়ি থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যান বাড়ি থেকে। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শেখ এনামুল হকের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে মিশাম অ্যাগ্রো ফিড লিমিটেড ও পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। ১৪ ও ১৯ এপ্রিল জিডি দুটি করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী জানান, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক নিখোঁজ শেখ এনামুল হককে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এদিকে, নিখোঁজকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসন সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান  সদর থানার ওসি হাবিবুল ইসলাম।