সাতক্ষীরায় ডিজিএফআইয়ের পরিচয়ে প্রতারক গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/26/photo-1427317462.jpg)
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয়ে সাতক্ষীরার কলারোয়ার মামলার তদন্তের নামে চাঁদাবাজি করার সময় এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পালিয়ে গেছে কথিত মেজরসহ আরও দুই জন। পুলিশ তাদের খুঁজছে।
কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম এনটিভি অনলাইনকে জানান, আজ বুধবার সকালে ভাদিয়ালি সীমান্তে সোনা চোরাচালানের মামলার তদন্তের নামে একটি দল আসে। তারা নিজেদের ডিজিএফআইয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।
দলটি ওই এলাকার বিভিন্ন প্রভাবশালী লোকের একটি তালিকা দেখিয়ে সোনা চোরাচালানের মামলার তদন্তের কথা জানায়। এক পর্যায়ে দলটি তালিকা নিয়ে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের কাছে যায়।
শহিদুল ইসলামের দলটির কথাবার্তায়ি সন্দেহ হলে তিনি বিষয়টি কলারোয়া থানায় জানান। এরপর পুলিশ এসে ভুয়া তালিকাসহ ভুয়া মেজর রুহুল কুদ্দুসকে গ্রেফতার করে। পালিয়ে যায় ভূয়া মেজর তানভির ও শাহিন।
ওসি জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।