শফিক রেহমানের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার সঙ্গে শফিক রেহমান জড়িত। বিষয়টি প্রমাণিত দাবি করে তিনি বলেন, ‘এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাঁদের তদন্তের মাধ্যমে বের করা হবে।’
আজ বুধবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর শোকসভায় মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। মৌলভীবাজার পৌর ও থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
সভাশেষে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা বদ্ধ পরিকর। শুধু শফিক রেহমান নয় আরো যারা জড়িত আছে তাদের তদন্তের মাধ্যমে বের করা হবে। আপনারা দেখেছেন শফিক রেহমানের বাসা থেকে এফবিআইয়ের কিছু তথ্য পাওয়া গেছে। এফবিআইয়ের ফাইল পাওয়া গেছে। সে ফাইলের কপি পাওয়া গেছে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। একজন ব্যক্তির কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ফাইল কীভাবে আসে। এর মধ্য দিয়ে প্রমাণিত যে শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার প্রচেষ্টার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’
থানা আওয়ামী লীগের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, হুইপ সাহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর সহধর্মিণী সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।