এইডস নিয়ে আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে
এইডস-বিষয়ক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক কংগ্রেস আইসিএএপির ১২তম আসর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২০ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে তিন হাজার বিদেশি প্রতিনিধি ও ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
আজ সোমবার বেলা ২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে এমন একটি সময় যখন আমরা স্বাস্থ্য ও জনসংখ্যা খাতকে পুনর্মূল্যায়ন করছি সহস্রাব্দ উন্নয়ন অর্জনের প্রেক্ষাপটে। এই বছরের নভেম্বরে আমরা ঢাকায় আয়োজন করতে যাচ্ছি এ যাবৎকালের বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বৃহৎ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।’ তিনি বলেন, প্রতি দুই বছর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্তসরকারি প্রতিষ্ঠান পিপিডিকে সঙ্গে নিয়ে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে ইউএনএইডস, আইসিডিডিআরবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, পিএলএইচআইভি নেটওয়ার্ক, এসটিআই নেটওয়ার্ক ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি।
মোহাম্মদ নাসিম জানান, আইসিএএপির ১২তম আসরের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই এই সম্মেলনের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে মহাখালীতে পিপিডির আন্তর্জাতিক সদরদপ্তরে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এইচআইভির মতো মরণব্যাধিকে রুখতে সব মহলকে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আশা করেন , আইসিএএপির ১২তম আসরে শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী ও সমাজসেবীদের মিলনমেলায় পরিণত হবে।
লিখিত বক্তব্য শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নভেম্বরে সম্মেলনের সময় যেন কোনো হরতাল-অবরোধ দেওয়া না হয়, সে জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আমাকে উদ্ধৃত করে আপনারা এটাই প্রচার করবেন।’ এ সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আইসিএএপি সম্মেলনের আগে স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করা হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, এগুলো খতিয়ে দেখে প্রতিকারের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বিদেশিদের মধ্যে ছিলেন এইডস রোগীদের নিয়ে কাজ করা সংগঠন পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) নির্বাহী পরিচালক ড. জো থমাস। এতে বিভিন্ন দাতা সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, লেখক, গবেষক ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।