জামিন ছাড়া নির্বাচনে গেলে ব্যবস্থা : ডিএমপি
ফৌজদারি মামলার কোনো আসামি জামিন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসমুক্ত, ভয়-ভীতিহীন পরিবেশে (জনগণ) যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তা করব।’
মনিরুল বলেন, ‘জামিন ছাড়া কোনো সন্ত্রাসী বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল-সমর্থিত মেয়র ও কমিশনার পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অনেকেই নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।