মুন্সীগঞ্জে ব্যালট ছিনতাই ও জালভোটের দায়ে ২৯ জনকে সাজা

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে ব্যালট ছিনতাই ও জাল ভোটের জন্য ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় ভোট চলাকালে তাদের আটক করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলার কলমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান,  দুপুর ১২টার দিকে একটি পক্ষ কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শামিমা বানু শান্তি ১০ জনকে আটক করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে একই ধরেনর ঘটনায় আরো ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

১০ ইউনিয়নের ৮২টি কেন্দ্রে পর্যাপ্ত র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। সকাল থেকে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সকাল থেকেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।