কাজের চাপে আদালতকর্মীর মৃত্যু!
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের দায়রা সহকারী (সেশন সহকারী) রামেশ্বর সাহার (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ রোববার রাতে আদালতের নেজারত শাখার গ্রিলের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পঞ্চগড় থানার পুলিশ।
রামেশ্বর সাহা পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নৈশপ্রহরী আকবর আলী প্রতিদিনের মতো নেজারত শাখায় (নায়েম নাজিরের চেম্বার) দরজা লাগানো হয়েছে কি না তা দেখতে যান। এ সময় তিনি দরজায় তালা খোলা এবং ভেতরে লাইট ও ফ্যান চলতে দেখেন। ভেতরে গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রামেশ্বর সাহাকে দেখতে পান। তিনি ঘটনাটি তাৎক্ষণিক জজশিপের কর্মকর্তাদের জানান। পরে জজ আদালতের বিচারকরা পুলিশকে খবর দেন।
পঞ্চগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, রামেশ্বর সাহার লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
অতিরিক্ত কাজের চাপে রামেশ্বর সাহা এমনটি করতে পারেন বলে ধারণা করছেন আদালতের সহকর্মীরা। তাঁরা জানান, প্রায় দিনই তাঁকে রাত অবধি কাজ করতে হয়।
রামেশ্বর সাহার মেয়ে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী চৈতি রানী জানায়, অফিসে অনেক কাজের চাপ। বাবা ছুটি চাইলেও তাঁকে ছুটি দেওয়া হতো না। অনেক রাতে বাড়িতে ফেরেন। আজ রোববার রাত ৯টার দিকেও বাবা ফোন করে জানান, বাসায় দেরি করে ফিরবেন।