ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু
কুষ্টিয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাবর আলী গেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
মীর মোশাররফ হোসেনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার জানান, মীর মশাররফ হোসেন কানে হেডফোন লাগিয়ে রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর পরই মৃত্যু হয় মোশাররফের।
পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।