মাগুরায় বিএনপি নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Looks like you've blocked notifications!

মাগুরায় তল্লাশির নামে পুলিশ বিএনপির দুই নেতার বাড়ির আসবাব ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মাগুরার শ্রীপুর উপজেলার জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি বাচ্চু মোল্লার স্ত্রী রূপা খাতুন অভিযোগ করেন, ২০-২৫ জন পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াপদা রাইনগরের বাড়িতে তাঁর স্বামীকে খুঁজতে এসে ঘরের চেয়ার টেবিল, বাইসাইকেল, হাঁড়ি-পাতিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। একই রাতে ওয়াপদা গ্রামের নাকোল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল জলিলের বাড়িতে পুলিশ ভাঙচুর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, পুলিশ পলাতক আসামি বাচ্চু মোল্লাকে খুঁজতে গিয়েছিল। কিন্তু ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।