হৃদয় ভেঙে গেছে, আমরা ক্ষুব্ধ : নিশা

Looks like you've blocked notifications!

সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাজ মান্নানকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন।

নিশা লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিবারের প্রিয় সদস্য, আমাদের সহকর্মী জুলহাজ মান্নানকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা ক্ষুব্ধ।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেন, ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। 

জন কেরি বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের  প্রতি আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি।’
নিহত জুলহাজ মান্নানের নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের যেখানেই যাঁরা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাঁদের পাশে থাকতে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন জন কেরি। তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব কর্মকর্তা আজ এখানে উপস্থিত আছেন তাঁরা সবাই বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং তাঁর বন্ধুর মৃত্যুতে শোকগ্রস্ত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তনয়কে খুন করেছে দুর্বৃত্তরা। খুন করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মীকে জখম করে তারা। পরে রাস্তায় টহলরত এক পুলিশ সদস্যকেও তারা আহত করে। 

জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।