জুলহাজ ও তনয় হত্যা : ২৪ মে দিতে হবে তদন্ত প্রতিবেদন

Looks like you've blocked notifications!
রাজধানীর কলাবাগানে নিহত জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ মে দিতে হবে। আদালত এ সময় ধার্য করে দিয়েছেন। 

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে ওই আদালতে হত্যাকাণ্ডের পর দায়ের করা দুই মামলার এজাহার জমা দেয় পুলিশ। ওই ঘটনায় কলাবাগান থানায় একটি হত্যা মামলার পাশাপাশি অস্ত্র আইনেও একটি মামলা করা হয়েছে।

জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে হত্যা মামলা এবং ঘটনাস্থলে দুটি অস্ত্র উদ্ধার হওয়ায় কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামীম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। 

গত সোমবার বিকেলে কলাবাগানের লেকসার্কাসে ‘আসিয়া নিবাস’ নামের বাসায় জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করার পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন। নিহত অন্য ব্যক্তি তনয় ছিলেন একজন নাট্যকর্মী।