সেই স্কুলশিক্ষকের ভাইয়েরও মৃত্যু, পরিবারে মাতম

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার ভেড়ামারায় নিহত স্কুলশিক্ষক ও তাঁর ভাইয়ের বাড়িতে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের জটলা। ছবি : এনটিভি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত সোমবার দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মজিবর রহমান। ওই সময় তাঁর ভাই মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

ঘটনার পরের দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের।

একই ঘটনায় দুই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে তাঁদের পরিবারে চলছে মাতম। নিকটাত্মীয়দের আহাজারিতে ভারি হয়ে উঠছে পুরো গ্রাম।  বিরাজ করছে উত্তেজনা। যেকোনো সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।

মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, মজিবর মাস্টার নিহতের ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর আত্মগোপনে থাকা আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অষ্টম শ্রেণিপড়ুয়া নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান। এর জেরে গত সোমবার রাত ৯টার দিকে এশার নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তাঁর ভাই মিজানুর রহমানকেও কোপায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় মিজানুরকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।