ভেড়ামারায় অস্ত্র মামলায় তিনজনের কারাদণ্ড
কুষ্টিয়ায় ভেড়ামারায় একটি অস্ত্র মামলায় তিনজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে দুজনকে ১৪ বছর করে এবং একজনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শহিদুল ইসলাম, মমিনুর রহমান ও বদিউজ্জামান। এদের বাড়ি ভেড়ামারার দৌলতপুর উপজেলায়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোর গ্রামে মুকুলের গোডাউনের সামনে থেকে দণ্ডাদেশপ্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁরা অস্ত্র কেনাবেচা করছিলেন।
পরে ভেড়ামারা থানায় দায়ের করা মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।