ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে সংবাদ সম্মেলন
ঢাকা থেকে কুড়িগ্রামের চিলমারী রুটে ভাওয়াইয়া এক্সপ্রেস চালুসহ ১১ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার সব রেলস্টেশনে একযোগে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম। এ সময় সংগঠনের সহসভাপতি আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ, সমন্বয়ক নাহিদ নলেজ, অর্থ সম্পাদক শামসুজ্জামান সুজাসহ উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অন্যান্য জেলায় পুরাতন ইঞ্জিন ও বগি পালটিয়ে নতুন ইঞ্জিন ও বগি দেওয়া হলেও কুড়িগ্রাম জেলাবাসীর ভাগ্যে তা জুটছে না। দীর্ঘ আন্দোলনের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে পাঁচবার চিঠি পাঠানোর পরও বিষয়টির সুরাহা হচ্ছে না।