ঘোড়ার গাড়িকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৪
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় যাত্রীবাহী একটি বাস ঘোড়ার গাড়িকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘোড়ার গাড়ির চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে যাত্রীদের ও বাসটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের মরদেহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজনকে কাউনিয়া থানায় রাখা হয়েছে। তাঁদের কারো পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের রংপুরের স্টেশন ব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকার উদ্দেশে আসছিল ফাহমিদা পরিবহনের একটি নৈশকোচ। রাত ১১টার দিকে মীরবাগের জুম্মারপাড়ে আলু পরিবহনকারী একটি ঘোড়ার গাড়িকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের রংপুর ও কাউনিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, হিমাগারের আলু পরিবহন করে সাত-আটজন যাত্রী নিয়ে ফিরছিল একটি ঘোড়ার গাড়ি। পথে বাসের আলো দেখে ঘোড়াটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। এতে বাসটি ঘোড়ার গাড়িকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
ওসি জানান, দুর্ঘটনার পর গতকাল রাতে তিনজন মারা যান। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।