হরতাল চলাকালে চার জেলায় ৬৫ জন আটক
২০-দলীয় জোটের হরতাল চলাকালে চার জেলায় বিএনপি-জামায়াতের ৬৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
শ ম সাজু, রাজশাহী : রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ২০-দলীয় জোটের ১৭ জন নেতা-কর্মীসহ ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজশাহী জেলা পুলিশ ছয়জন, মহানগর পুলিশ ৪২ জন এবং র্যাব পাঁচজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের থানা ও র্যাব হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী র্যাব ৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার এনটিভিকে জানান, আজ সকালে মতিহার থানার ইউসুফপুরে অভিযান চালায় র্যাব। এ সময় প্রচারপত্র ও সাংগঠনিক লিফলেট বিতরণের সময় ইউনিট শিবিরের সভাপতি মান্নানসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়। তাঁদের র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হরতালের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যা পর্যন্ত জেলার কোথাও মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। হরতালের কারণে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে দূরপাল্লা ও আন্তজেলা পথে বাস ও ট্রাক চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আইয়ুব আলি, ময়মনসিংহ : রোববার রাতে ময়মনসিংহের দিগারকান্দায় জামায়াতের রুকন জহুরুল ইসলামের বাসা থেকে দলের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মাসকান্দা এলাকায় একটি অটোতে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সাংবাদিকদের নিয়ে জহুরুল ইসলামের বাসায় আবার ঢোকে। পুলিশ ওই বাসার আলমারি ভেঙে নাশকতা কর্মকাণ্ডের বেশ কিছু আলামত উদ্ধার করে ।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : আজ সোমবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার সামনে থেকে জেলা যুবদলের আহ্বায়ক মিরাজুল ইসলাম রিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, কুষ্টিয়ায় গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় রিন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : নাশকতার সন্দেহে আজ সোমবার মানিকগঞ্জ জেলা সদর থেকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ বিএনপি-জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
হরতালের দ্বিতীয় দিনে আজ মানিকগঞ্জ শহর ছিল অনেকটাই স্বাভাবিক। দোকানপাট যথারীতি খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস হয়েছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম। পাটুরিয়াঘাটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহন কম ছিল।