প্রেসক্লাব বিএফইউজে ডিইউজের নিন্দা

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের তিনটি সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ক্লাবের স্থায়ী সদস্য মোসাদ্দেক আলীর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।
আজ সোমবার এক বিবৃতির মাধ্যমের প্রেসক্লাবের নেতারা বলেন, ‘গ্রেফতারের এ ঘটনা উদ্দেশমূলক। দোষীদের গ্রেফতার না করে মোসাদ্দেক আলীর মতো গণমাধ্যমের একজন কর্ণধারকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর মামলায় জড়ানো হয়েছে। এতে প্রকৃত দোষীরা নিজেদের আড়াল করার সুযোগ পাবে বলে আমরা মনে করি।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়েছেন।
বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেন, ‘সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য একের পর এক দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মোসাদ্দেক আলীকে গ্রেফতারের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো।’
মোসাদ্দেক আলী গতকাল রোববার রাত ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পর তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।