গণজাগরণ মঞ্চে হাতাহাতি, আটক ৩
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের একাংশের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা কনসার্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্টে নাচতে গিয়ে ধাক্কাধাক্কির জের ধরে এ ঘটনা ঘটে। আহত গণজাগরণের কর্মীর নাম নরেন্দ্র চন্দ্র সাহা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কনসার্টের আয়োজন করে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। রাত সাড়ে ১০টার দিকে তাঁর উপস্থিতিতেই মঞ্চের সামনে গানের তালে তালে নাচতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় একজনের সঙ্গে অন্যজনের ধাক্কাধাক্কির ঘটনায় কথাকাটাকাটি হয়। পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নরেন্দ্র নামের একজন আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
গণজাগরণ মঞ্চের কর্মী শিবলী হাসান জানান, বহিরাগতরা এসে মঞ্চে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হাতাহতি করে। এদের মধ্যে তিনজনকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বারবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।