মাদারীপুরে মন্ত্রিপরিষদ সচিব

ভূমি কার্যালয়ের দুর্নাম আর থাকবে না

Looks like you've blocked notifications!
আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি : এনটিভি

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ভূমি কার্যালয়ের আগের যে দুর্নাম রয়েছে, তা লাঘবে কাজ চলছে। আমাদের স্টাফরাও এখন সচেতন।

আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। এ সময় তিনি ভূমি কার্যালয়ের বিভিন্ন সেবার বিষয়ে খোঁজখবর নেন। 

পদ্মা সেতু প্রসঙ্গে মোহাম্মদ শফিউল আলম বলেন, পদ্মা সেতুর কাজ খুব দ্রুতগতিতে চলছে। সামগ্রিক কাজের ৩৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। 

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মীর বাবর আলী, শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।