মূল কাজ আগামী ডিসেম্বরে শুরু : ইয়াফেস ওসমান
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। মূল নির্মাণকাজ এ বছরের ডিসেম্বর মাসে শুরু হবে।
আজ শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন ইয়াফেস ওসমান।
পরিদর্শনে এসে ইয়াফেস ওসমান আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের প্রকৌশলী নুরুল আলমের কাছ থেকে ধারণা নেন। পরবর্তী সময়ে তিনি ১৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন চারটি ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের ইয়াফেস ওসমান বলেন, ‘আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের নির্মাণকাজ বিশাল অর্জন। এত বড় প্রকল্পের কাজ যেভাবে এগিয়েছে, তা জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে।’ তিনি আরো বলেন, ‘এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অভিজ্ঞতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজে লাগবে।’
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি সচিব মনোয়ারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খন্দকার আসাদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ প্রমুখ।