‘নতুন করে গ্রেপ্তার, মামলা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে’

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সংলাপ ও সমঝোতার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীতে ‘মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৪৫ বৎসর উপলক্ষে প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ দাবি জানান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি ও ২০-দলীয় জোটের বেশির ভাগ নেতা-কর্মী জেল-জরিমানা ও মামলার আসামি হয়ে দিনাতিপাত করছেন। তবে নির্বাচনের সময়ে বিএনপি নেতা-কর্মীদের নতুন করে গ্রেপ্তার, মামলা দেওয়া হলে সিটি নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে জানান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাহবুবুর রহমান আরো বলেন, ‘আমরা চাই যেসব প্রার্থী নির্বাচনে আসছেন, তাঁদের সবার জন্য সমান সমান্তরাল-সমতল ভূমি, সবার জন্য সমান সুযোগ ও সমান বিধি-নিষেধ করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড করেন। এ জন্য যে নীতিমালা হবে সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন।’
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে।