মোসাদ্দেক আলীর মুক্তি দাবি বিএনপির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/02/photo-1422886321.jpg)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি। আজ সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি যুগ্ম মহাসচিব। তিনি একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার ও নিউ এইজ পত্রিকার সাংবাদিককে ‘পুলিশি নির্যাতনের’ কথা উল্লেখ করে বলেন, ‘দেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিভিন্ন কৌশলে নিয়ন্ত্রণ করে সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আড়াল করার ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে এ সকল দমন-পীড়ন অব্যাহত রাখা হচ্ছে।’
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘সরকারকে এই বলে হুঁশিয়ার করতে চাই যে, সাংবাদিক এবং সংবাদমাধ্যমকে দমন করে, নিয়ন্ত্রণ করে কোনো সরকার গদি রক্ষা করতে পারেনি, আপনারাও পারবেন না। ইতিহাস তাই সাক্ষ্য দেয়।’
সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের পাশাপাশি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানেরও নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
গতকাল রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গুলশানের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি সদর দপ্তরে নেওয়া হয়।
আজ সোমবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় তাঁকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।