সালাহ উদ্দিনের পরিবার লিখিত অভিযোগ দেয়নি : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ব্যাপারে তাঁর স্ত্রী এখনো আমাদের কাছে লিখিত অভিযোগ দেননি। কেবল মুখে বলছেন।’
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশের জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে এ কে এম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ কে এম শহীদুল হক বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেনি। পুলিশ গ্রেপ্তার করলে আমরা অবশ্যই আদালতে হাজির করতাম। এখন নিখোঁজ হলে পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। এটা সত্য। কিন্তু পরিবারের সদস্যদেরও দায়িত্ব আছে। নিখোঁজ হলে তারা মামলা করবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবে।’ কিন্তু সালাহ উদ্দিনের পরিবার তা করেনি বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতি বিষয়ে মহাপরিদর্শক বলেন, ‘জনগণ চায় না পেট্রলবোমায় তারা মারা যাক, ককটেলে তারা আহত হোক। আন্দোলনের নামে যে কাজগুলো হয়েছে, এগুলো আস্তে আস্তে কমে গেছে এবং আমার মনে হয়, ভবিষ্যতে আর হবে না। অবরোধ আর হরতালে এখন যানবাহন চলছে।’
কমিউনিটি পুলিশিং জেলা কমিটির উপদেষ্টা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মাহবুব হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান আনিস প্রমুখ।
সমাবেশে জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে ১১ মার্চ রাতে সাধারণ ডায়েরি (জিডি) করতে গুলশান ও উত্তরা পশ্চিম থানায় যান তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।তবে কোনো থানাই তাঁর জিডি গ্রহণ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
এ ঘটনার পরের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, সালাহ উদ্দিন আহমেদ কোথায় আছেন বা তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, তা পরিষ্কার নয়। তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট বলা যাবে।
গত ১২ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না এবং রোববার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এর আগে ওই দিন দুপুরে সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।