রাবির ছাত্র নিখোঁজ, পরীক্ষা দেননি

Looks like you've blocked notifications!
সঞ্জয় কুমার মাহাতো। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার্থী সঞ্জয় কুমার মাহাতো গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধরমপুরের মেস থেকে ক্যাম্পাসে ঘুরতে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 

সঞ্জয় কুমার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মৃত দীনবন্ধু মাহাতোর ছেলে। এই বিষয়ে মতিহার থানায় আজ শুক্রবার বেলা ৩টার দিকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সঞ্জয়ের মামা একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রসেনজিৎ কুমার মাহাতো।

প্রসেনজিৎ জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার ‘অভিলাস প্যালেস’ নামের একটি ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাসে (মেস) সঞ্জয় থাকতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মেস থেকে ক্যাম্পাসে ঘুরতে যান। সন্ধ্যায় তাঁর মেসে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। আজ শুক্রবার সকালে সঞ্জয় দর্শন বিভাগের প্রথম বর্ষের ১০৩ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষায় অংশ না নিলে বিষয়টি জানাজানি হয়। বন্ধুরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়। পরে বন্ধুরা সঞ্জয়ের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে পারেন তিনি বাড়িতেও যাননি। 

জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আক্তার আলী বলেন, ‘সঞ্জয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে কথা বলেছি। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘সঞ্জয়ের নিখোঁজ থাকার বিষয়টি শুনেছি। মতিহার থানায় তার মামা সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।’ 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘সঞ্জয়কে খুঁজে বের করার চেষ্টা করছি। শুক্রবার রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’