কমলনগরে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে প্রশিক্ষণ

Looks like you've blocked notifications!

লক্ষ্মীপুরের কমলনগরে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে হিউম্যান ডেভেলপমেন্ট ফোরাম (এইচডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোলতানা জুবেদা খানম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ কে এম জায়েদ বিল্লাহ, শিক্ষার্থী আয়েশা আক্তার তাহাবি, নুসরাত জাহান ঊর্মি, নাহিদা হোসন নবীন, শাহিনুর আক্তার সানু প্রমুখ।

এ সময় তোয়ার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, চর লরেন্স উচ্চ বিদ্যালয়, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা ও জগদ্বন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষক, ইমাম ও স্থানীয় কাজিরা উপস্থিত ছিলেন।