সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আজ সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক দাদি ও তাঁর শিশু নাতনি নিহত হয়েছে। আহত হয়েছে আরেকজন।
নিহত ব্যক্তিরা হলো গোয়াইনঘাটের উত্তরখলা মাধব গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তাঁদের নাতনি মাছুমা বেগম (৮)। মাছুমা আব্দুল মান্নানের মেয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রুস্তমপুর ইউনিয়ন পরিষদের ই-তথ্য সেবাকেন্দ্রের পরিচালক কামরুল হাসান জানান, বিকেলে উপজেলার বঙ্গবীর হাদারপার সড়কের পীরের বাজার ব্রিজের পাশে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী দাদি-নাতনি নিহত হয়। এ ঘটনায় আহত অটোরিকশাচালক রহিম উদ্দিনকে (২৫) সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।