পঞ্চগড়ে সবজি বাজারে হরতাল অব্যাহত
অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে পঞ্চগড় শহরের রাজনগর হাটে সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকরা আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হরতাল করেছে। সবজি বিক্রেতারা আড়ত, দোকানপাট বন্ধ রেখেছিল। কৃষকরাও সবজি বিক্রি করেনি। এ কারণে অনেকের বাড়িতে আজ সবজি রান্না হয়নি। হোটেলগুলোতেও কোনো সবজি পাওয়া যায়নি। শহরের প্রধান এই হাটে সবজি না পেয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ ক্রেতারা।
সবজি বিক্রেতা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে হাটের ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজনগর হাটের কাঁচাবাজার আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকরা যৌথভাবে এই অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে।
স্থানীয় ক্রেতারা সবজি বাজারে এসে সবজি না পেয়ে ফিরে গেছে। জেলা শহরের আশপাশের ছোট বাজারগুলোতেও কোনো প্রকার সবজি পাওয়া যায়নি।
পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. কফিলউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ও ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মিজান জানান, হাটের ইজারাদার টোলের নামে চাঁদাবাজি করছেন। তাঁরা প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত টোল আদায় করছেন। সরকারিভাবে সবজি ক্রয় বিক্রয়ের টোল আদায়ের যে তালিকা দেওয়া আছে সে অনুযায়ী টোল সংগ্রহ করার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তাঁরা ঘোষণা দেন।
জেলা শহরের প্রধান হাটটির সবজি বাজার দুই দিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়া ক্রেতারা এ অবস্থা নিরসনের দাবি করেছে।
জেলা শহরের ডোকরোপাড়া এলাকার সিরাজুল ইসলাম জানান, দুই দিন ধরে বাজারে এসে সবজি কিনতে পারছেন না। বাড়িতে সবজি নেই। সবজির তরকারি রান্না হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে হাটের ইজারাদার আব্দুল হান্নান শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি জেলার বাইরে রয়েছেন বলে জানান। তবে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা আন্দোলন বন্ধ না করলে ক্রেতাদের সুবিধার্থে ইজারাদার বিকল্প সবজি বাজার বসানোর উদ্যোগ নেবেন।