রাবির নিখোঁজ ছাত্র সিলেট থেকে উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নিখোঁজ সঞ্জয় কুমার মাহাতোকে সিলেটে পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সঞ্জয়ের বোন জানান, সঞ্জয় একটি অপরিচিত নম্বর থেকে বাসায় যোগাযোগ করেছেন। পরে ওই নম্বর নিয়ে তাঁর সঙ্গে কথা বললে সঞ্জয় জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে কাজলায় যাওয়ার উদ্দেশে অটোরিকশায় ওঠেন। তারপর কী হয়েছে তিনি জানে না।
প্রক্টর জানান, সঞ্জয় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আছে। স্থানীয় একজন লোক মুঠোফোনে জানিয়েছেন, অস্বাভাবিক অবস্থায় রাস্তায় দৌঁড়াতে দেখে স্থানীয়রা তাঁকে থামান। তিনি ভালোভাবে কিছু বলতে পারেননি। পরে স্থানীয়রা পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগের ব্যবস্থা করে দেয়। সঞ্জয় বর্তমানে দক্ষিণ সুরমা থানায় আছেন। পরিবারের সদস্যরা তাঁকে নিতে সিলেট যাচ্ছেন।
সঞ্জয়ের সহপাঠী নাহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে আমাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু সঞ্জয় পরীক্ষায় উপস্থিত হয়নি।‘
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী হারিয়ে গেছে বলে একটি জিডি হয়েছে। তাঁকে সিলেটে পাওয়া গেছে বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।