পটুয়াখালীতে সংঘর্ষে প্রাণ গেল দেবর-ভাবির

Looks like you've blocked notifications!

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতাপপুর গ্রামের জসিম-বশির গং ও  রুস্তমদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রোস্তম ও মালেকা বেগম নামের দুজন নিহত হয়েছেন। তাঁদের সম্পর্ক দেবর-ভাবি। এতে আরো পাঁচজন আহত হয়েছেন।  

ওসি জানান, দেশি অস্ত্রসহ দলবল নিয়ে জসিম ও বশির জমি দখল নিতে যায়। এ সময় মালেকা ও রুস্তমদের পক্ষ বাধা দেওয়া হয়। একপর্যায়ে দুজনকে কুপিয়ে আহত করে তারা। গুরুতর আহত অবস্থায় মালেকা ও রুস্তমকে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল থেকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পটুয়াখালী সদর সার্কেল এএসপি সাহেব আলী পাঠান জানান, এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।