চলন্ত ট্রেনে পেট্রলবোমা হামলা, দগ্ধ ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/02/photo-1422888238.jpg)
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে পেট্রলবোমা হামলায় পাঁচ যাত্রী দগ্ধ হয়েছে। আজ সোমবার বিকেলে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ সিগন্যালে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি নিয়ে শ্রীপুর বাজারে মিছিল করেন। পরে সেখানে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রেনের যাত্রী শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের ব্যবসায়ী কাজিম উদ্দিন (৪৫) ও মফিজ উদ্দিন (৫৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আফাজ উদ্দিন (৪৫), নান্দাইল উপজেলার আবুল হাসেম (৫০) ও হালুয়াঘাট উপজেলার শাহীন (৩০) দগ্ধ হন। আহতদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ট্রেনের প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, শ্রীপুর ফরেস্ট অফিসের সামনে পৌঁছামাত্রই পাঁচ-ছয়জন দুর্বৃত্ত চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে পেট্রলবোমা নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপর ট্রেন থেমে যায়। আধা ঘণ্টা পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হাসান ইমাম জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।