ইবিতে সংঘর্ষ : দুই সহকারী রেজিস্ট্রার বহিষ্কার

Looks like you've blocked notifications!
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামলা ও ভাঙচুরের ঘটনায় ট্রেজারার কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান এবং উপ-উপাচার্য কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুল হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছবি : এনটিভি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন উপউপাচার্য কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুল হান্নান এবং ট্রেজারার কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, কর্মকর্তাদের ওপর হামলা এবং বিভিন্ন কক্ষে ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ে হামলার সময় একটি কম্পিউটার, দুটি চেয়ার-টেবিলসহ ভাঙচুরে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।