মেহেরপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

Looks like you've blocked notifications!
মেহেরপুরে মাদক সেবনের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত চারজন। ছবি : এনটিভি

গাঁজা সেবনের দায়ে মেহেরপুরের গাংনীতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বামন্দি বাজার এলাকার সবুজ (২২), মেঘা (২৫) ও রুবেল (২৩) এবং বাওট এলাকার সত্য বেদ (২৮) । এদের মধ্যে সবুজকে দুই বছর, মেঘা ও রুবেলকে এক বছর এবং সত্য বেদকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

সাজার বিষয়ে আবুল আমিন বলেন, গতকাল শুক্রবার রাতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা বাওট মরা নদীর পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সবুজ, রুবেল ও মেঘাকে আটক করে। তাঁরা ওই স্থানে বসে গাঁজা সেবন করছিলেন। এ ছাড়া বামন্দি ক্যাম্প পুলিশ সত্যবেদকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। তিনি বলেন, গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাঁদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে দুপুরেই মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।