ফেনীতে দুর্বৃত্তদের মারধরে ইউএনও আহত

Looks like you've blocked notifications!
ফেনীর পরশুরামে আজ দুর্বৃত্তদের মারধরে আহত হন ইউএনও রকিব উদ্দিন। তাঁকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : এনটিভি

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিব উদ্দিনকে মারধর করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে পরশুরামের চিথলিয়া স্কুলমাঠে এই মারধরের ঘটনা ঘটে।

তবে স্থানীয় কিছু লোকের ভাষ্য, সরকারদলীয় লোকজন ইউএনওকে মারধর করেছে। তাঁদের দাবি, সকালে ইউএনও রকিব উদ্দিনের কাছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পরশুরাম সফরের খরচ বাবদ টাকা দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু এক সপ্তাহ আগে কর্মস্থলে যোগ দেওয়া ইউএনও তাঁদের জানান, এ ধরনের কোনো তহবিল তাঁর কাছে নেই। এর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা চিথলিয়া স্কুলমাঠের হেলিপ্যাডে ইউএনও রকিবকে জনসমক্ষে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় লোকজন ইউএনওকে প্রথমে পরশুরাম উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুল করিম জানান, ইউএনওর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক বলেছেন, স্থানীয় লোকজন ইউএনওকে মারধর করেছেন।