লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা কার্যালয়ে আজ শনিবার বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দিনব্যাপী রায়পুর পৌরসভা কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসাসেবার উদ্বোধন ও সেবা প্রদান করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কোষাধ্যক্ষ ও অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।

এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাকি বিল্লাহ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খসরু নোমান রতন।

এ সময় কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনি, দন্ত, চর্ম, যৌন-অ্যালার্জি, শিশুরোগ, নাক-কান ও গলা রোগের চিকিৎসা দেন।

বিএমএর কোষাধ্যক্ষ ও অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল রায়পুরের চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে আসছেন।