পঞ্চগড়ে পাঁচটির তিনটি আ. লীগের
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ তিনটি, বিএনপি একটি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে রাধানগর ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু জাহেদ ছয় হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মো. রশিদুল ইসলাম। তিনি পেয়েছেন চার হাজার ৬৬৪ ভোট।
মির্জাপুর ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ওমর আলী পাঁচ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতীক) সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল। তিনি পেয়েছেন চার হাজার ২৩৬ ভোট।
আলোয়াখোয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাবু প্রদীপ কুমার রায় আট হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তৌহিদুল ইসলাম। তিনি পেয়েছেন সাত হাজার ৭৯০ ভোট।
তোড়িয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) হাসান হাবিব আল আজাদ চার হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নুল হক। তিনি পেয়েছেন দুই হাজার ৯৫৬ ভোট।
ধামোর ইউপিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী মো. নজরুল ইসলাম দুলাল চার হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু তাহের দুলাল। তিনি পেয়েছেন তিন হাজার ৩০৪ভোট।
রাত ১০টায় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি নির্বাচনের সমন্বয়কারী আবু রাফা মো. আরিফ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হান্নান, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচনের চেয়ারম্যান, ইউপি সদস্য ও নারী সদস্য প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।