শেরপুরে আ. লীগ ১০, বিদ্রোহী ২

Looks like you've blocked notifications!

শেরপুর সদর উপজেলার ছয়টির মধ্যে আওয়ামী লীগ পাঁচটি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। অপরদিকে ঝিনাইগাতী উপজেলার সাতটির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

শনিবার দিনভর ভোট শেষে রাতে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। 

ফলাফল অনুযায়ী, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, গাজীরখামারে আওলাদুল ইসলাম, বাজিতখিলায় আমির আলী সরকার, পাকুড়িয়া হায়দার আলী ও ধলায় রহিছ উদ্দিন জয়ী হয়েছে। এ উপজেলার রৌহা ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মিজু।

অপরদিকে ঝিনাইগাতির উপজেলার ঝিনাইগাতী সদরে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন চাঁন আর মালিঝিকান্দায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম তোতা।

অন্য পাঁচটিতে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন নলকুড়ায় আইয়ুব আলী ফর্সা, গৌরীপুরে হাবিবুর রহমান মন্টু, হাতিবান্ধায় নুরুল আমিন দুলা, ধানশাইলে শফিকুল ইসলাম এবং কাংশায় জহুরুল হক মিলিটারী।