অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান সহকারী গ্রেপ্তার
প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী আবুল কাশেম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ জানান, কিছুদিন আগে পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি ও বেসরকারি খাতের প্রায় ৪৩ লাখ টাকার অনিয়ম ধরা পড়ে। আবুল কাশেমকে হিসাব মেলাতে সময় দেওয়া হলেও তিনি ব্যর্থ হন। এরপর গতকাল রোববার রাতে তাঁকে আটক করা হয়। আত্মসাৎ করা টাকা দিয়ে আবুল কাশেম গ্রামে বাড়ি করেছেন।
আজ বিকেলে জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন প্রধান সহকারী আবুল কাশেম সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন। মামলায় ১৫টি খাত থেকে ৪৩ লাখ ২১ হাজার ২৮৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। খাতগুলোর মধ্যে রয়েছে পুলিশ ক্লাব তহবিল, পুলিশ লাইনের পুকুর ইজারা, গাছ বিক্রি, শিডিউল বিক্রি, নিলাম খাত, পুলিশ কল্যাণ তহবিল, চিকিৎসা তহবিল, ১ নম্বর পুলিশ ফাঁড়ির মার্কেটের দোকান, ২ নম্বর পুলিশ ফাঁড়ির দোকান।
অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন এনটিভিকে বলেন, ‘আবুল কাশেম সরকারকে ৫৪ ধারায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এখন মামলাটি দুদকে যাবে। দুদক মামলা টেকআপ করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’