মৌলভীবাজারে স্বতন্ত্র ৭, আ. লীগ ৬
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আটটি এবং কুলাউড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ছয়টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটিতে জয়লাভ করেছেন। বাকি একটিতে জিতেছে বিএনপি মনোনীত প্রার্থী।
শনিবার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
রাজনগর উপজেলায় যারা জয়ী হয়েছেন তারা হলেন- ফতেহপুর ইউনিয়নে নকুল চন্দ্র দাশ (আওয়ামী লীগ), উত্তরভাগ ইউনিয়নে শাহ শহিদুজ্জামান ছালিক (স্বতন্ত্র), মুন্সিবাজার ইউনিয়নে ছালেক মিয়া (আওয়ামী লীগ), পাঁচগাঁও ইউনিয়নে শামছুন নূর আহমদ আজাদ (স্বতন্ত্র), রাজনগর ইউনিয়নে দেওয়ান খয়রুল মজিদ সালেক (স্বতন্ত্র), টেংরা ইউনিয়নে মো. টিপু খান (স্বতন্ত্র), কামারচাক ইউনিয়নে মো. নজমুল হক সেলিম (আওয়ামী লীগ) এবং মনসুরনগর ইউনিয়নে মিলন বখত (আওয়ামী লীগ)।
অপরিদেক কুলাউড়া উপজেলায় যারা জয়ী হয়েছেন তারা হলেন- ভাটেরা ইউনিয়নে সৈয়দ এ কে এম নজরুল ইসলাম (আওয়ামী লীগ), টিলাগাঁও ইউনিয়নে আব্দুল মালিক (স্বতন্ত্র), পৃথিমপাশা ইউনিয়নে নওয়াব আলী বাখর খান (স্বতন্ত্র), কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান (আওয়ামী লীগ), হাজীপুর ইউনিয়নে মো. আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র) এবং শরীফপুর ইউনিয়নে জুনাব আলী (বিএনপি)।