রংপুরের ৩ ইউনিয়নে নির্বাচন কাল
একযুগ পর আগামীকাল রোববার রংপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব ইউনিয়নের কিছু এলাকা রংপুর সিটি করপোরেশনের মধ্যে পড়ে যাওয়ায় সীমানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ জন ও সদস্য পদে ১৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
সদর উপজেলার হরিদেবপুর, সদ্য পুষ্করনী ও চন্দনপাট ইউনিয়নে কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এ তিন ইউনিয়নের মোট ভোটার ৭৫ হাজার ৫৪০ জন। প্রিসাইডিং, পোলিং কর্মকর্তাসহ ৬০৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৩টি ভোটকেন্দ্রে ১৯২টি বুথ স্থাপন করা হয়েছে। ২০০৩ সালের ৩ জানুয়ারি রংপুর সদর উপজেলার এ তিনটি ইউনিয়নের নির্বাচন হয়েছিল।