পঞ্চগড়ে গম সংগ্রহ অভিযান উদ্বোধন
পঞ্চগড় জেলায় গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুন্তাজেরী দীনা ফিতা কেটে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল মোস্তফা, খাদ্য গুদাম কর্মকর্তা মো. সাদেক সারোয়ার, পঞ্চগড় জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় প্রায় ৯০ হাজার কৃষকের কাছ থেকে ১১ হাজার ৯৬৮ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। প্রতিকেজি গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা।