জুড়ীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন রোববার

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ঘিরে আজ শনিবার ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে পাঠানো হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল রোববার। এরই মধ্যে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ মুমিত আসুক গত বছরের ২২ নভেম্বর মারা গেলে নির্বাচন কমিশন এ উপজেলায় পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করে।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, এরই মধ্যে উপজেলার ৩৮টি কেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। ১৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হবে অতিরিক্ত নিরাপত্তা। 

নির্বাচনে আওয়ামী লীগের নেতা মো. বদরুল ইসলাম (আনারস) ও গুলশান আরা মিলি (ঘোড়া), নাগরিক ঐক্য ফোরামের প্রার্থী (বিএনপি) মো. গিয়াস উদ্দিন (হেলিকপ্টার) ও হোসনে আরা বেগম (মোটরসাইকেল), ইসলামী সংগঠন আল-ইসলাম সমর্থিত তাজুল ইসলাম (কাপ-পিরিচ) এবং স্বতন্ত্র আবদুল মুহিত শিপলু (দোয়াত-কলম) লড়ছেন। 

জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৩৮টি ভোটকেন্দ্র। মোট বুথের সংখ্যা ২৩৬। ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৫১০ জন কর্মকর্তা।

উপজেলায় মোট ৮৯ হাজার ৪০১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৫১৩ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৮৮৮ জন।