ঢাকা উত্তরে মনোনয়নপত্র নিলেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শনিবার বিকেলে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সন্ধ্যায় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য আবু বকর রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি নেন জোনায়েদ সাকি। এ সময়ে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম।
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ এপ্রিল। প্রার্থীরা ১ ও ২ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।