ভারতের চালবাহী জাহাজ আশুগঞ্জে, ট্রাকে যাবে সাত রাজ্যে
৯৩৭ টন চালবাহী নিউটেক-৬ নামে একটি কার্গো জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে আজ শনিবার দুপুরে ভিড়েছে। আগামীকাল রোববার এসব চাল ট্রাকে করে ত্রিপুরাসহ ভারতের সাত রাজ্যে সরবরাহ করা হবে বলে বন্দর সূত্রে জানা গেছে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌপ্রটোকল চুক্তির আওতায় বিনাশুল্কে ভারত বাংলাদেশের বিভিন্ন পথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে। বাংলাদেশের ৪০০ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করছে ভারত। এ চুক্তির আওতায় ২৫ হাজার টন খাদ্য পণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেই মোতাবেক ২৫ হাজার টন পণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেওয়া হয়। গালফ ওরিয়েন্ট সিওয়েজ আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ত্রিপুরায় এসব খাদ্যপণ্য পরিবহনে ব্যবহার করছে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক। এরই মধ্যে পণ্য খালাস করতে আশুগঞ্জ নৌবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডাব্লিওটিএ ও আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষ।
চুক্তির আওতায় তৃতীয় দফায় ২৫ হাজার টন চালের মধ্যে প্রথম চালান হিসেবে ৯৩৭ টন ত্রিপুরাসহ অন্যান্য রাজ্যে সরবরাহ করছে ভারত। কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে ১৮ মার্চ ওই পরিমাণ চাল বহন করে কার্গো জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। কাল রোববারের মধ্যে জাহাজ থেকে চাল খালাস হয়ে আশুগঞ্জ নৌবন্দর থেকে কাভার্ডভ্যানের মাধ্যমে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে জেড শিপিং লাইন্সের নিউটেক-৬ নামে জাহাজের মাস্টার রিপন শেখ এনটিভি অনলাইনকে জানান, ‘কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৯৩৭ টন চাল নিয়ে ১৮ মার্চ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে। গত বুধবার মংলা পোর্ট অতিক্রম করে আজ দুপুরে আশুগঞ্জ বন্দরে নোঙর করেছি।’
আশুগঞ্জ নৌবন্দরের সহকারী পরিচালক সুব্রত সাহা জানান, ভারত থেকে চাল নিয়ে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। সোমবার ত্রিপুরায় পৌঁছাবে চালবাহী কাভার্ডভ্যানগুলো। চুক্তি অনুযায়ী, শুধু বার্দিংক চার্জ নেওয়া হবে, তবে অন্য কোনো ট্যাক্স নেওয়া হবে না।