রডের বদলে বাঁশ : তদন্তে চুয়াডাঙ্গায় দুদক

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দুদক কর্মকর্তারা আজ রোববার ঘটনাস্থল তদন্ত করেন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় তদন্ত এসেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মামলার তদন্ত কর্মকর্তা আবদুল গাফ্ফার তদন্ত করেন।

এ সময় চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও ডিএইর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া, ফাইটোস্যানিটারি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মেরিনা জেবুন্নাহার, সাবেক প্রকল্প পরিচালক সাদেক ইবনে শামস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে ও দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আবদুর গাফ্ফার বলেন, আজকের তদন্তের সময়ে প্রকৌশল বিভাগের তিন নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ভবনের ছাদ, লুভার, কলাম ও সানসেটসহ বিভিন্ন স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না।