ঢাবি শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ১০

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের একদল শিক্ষার্থীর সঙ্গে নিউমার্কেট এলাকার কয়েকজন ব্যবসায়ীর সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীসহ ১০ জন আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন সায়েম, শুভ্র, ইমরান, সাব্বির, কাউছার ও শামীম। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র। সংঘর্ষের পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী সায়েম ও শুভ্র নিউমার্কেটে অ্যাপ্রোন কিনতে যান। এ সময় তারা দুজন দোকানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানি ও দোকানের কর্মচারীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সায়েম ও শুভ্র হলে ফিরে ২০-২২ জন শিক্ষার্থী নিয়ে আবার নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের ব্যবসায়ীরাও সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম এ আমজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘দু-একদিনের মধ্যে আমরা বসে এই ঘটনার সুষ্ঠু বিচার করব।’ 

শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি।’