চেকপোস্টে না থামায় তিন ছাত্রলীগকর্মীকে গুলি
ইঙ্গিত দেওয়ার পরও চেকপোস্টে না থামায় রাজশাহীতে মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগকর্মীকে পুলিশ গুলি করে আহত করেছে বলে খবর পাওয়া গেছে। পরে ওই তিন ছাত্রলীগকর্মী ‘দুর্ঘটনায় আহত’ হওয়ার কথা বলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিন ছাত্রলীগকর্মী হলেন নগরীর কাজীহাটা এলাকার মৃত খান সাহেবের ছেলে পারভেজ (২৬), রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ (২০) এবং নর্দান ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছি এলাকার সানোয়ার হোসেন (২২)।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর পুলিশের এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, তিন ছাত্রলীগকর্মী একটি মোটরসাইকেলে চেপে কাশিয়াডাঙ্গা এলাকা দিয়ে নগরীতে ফিরছিলেন। চেকপোস্টের সামনে কর্তব্যরত পুলিশ তাঁদের থামতে বলে। কিন্তু তাঁরা পুলিশের সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। এতে মোটরসাইকেল আরোহীরা পায়ে গুলিবিদ্ধ হন। ওই অবস্থায় তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে তাঁরা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে হাসপাতালে ভর্তি হন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ঘটনা জানার পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতালে তাঁদের দেখতে যান।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ।
তবে সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, হাসপাতালে তিন ছাত্রলীগকর্মী ভর্তি হয়েছেন বলে তিনি শুনেছেন। এর বেশি তিনি কিছু জানেন না।